ব্যাংক নিজেই খেলাপি!
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/07/06/photo-1436182734.jpg)
দীর্ঘদিন ভাড়া পরিশোধ না করায় পাবনায় জনতা ব্যাংকের করপোরেট শাখায় নোটিশ ঝুলিয়ে তালা লাগিয়ে দেন ভবনটির মালিক। বিষয়টি শহরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ১৫ ঘণ্টা তালাবদ্ধ থাকার পর সাতদিনের মধ্যে ভাড়া পরিশোধসহ নতুন চুক্তি করার লিখিত মুচলেকা দেওয়ায় আজ সোমবার বেলা ১১টার দিকে ভবনের তালা খুলে দেওয়া হয়।
শহরের প্রধান সড়ক আবদুল হামিদ রোডের আলহাজ আবদুল লতিফ বিশ্বাসের মালিকানাধীন ভবনের দোতলায় সাত হাজার ১৭৮ বর্গফুট জায়গা নিয়ে জনতা ব্যাংক অবস্থান। ১৯৭৪ সালে প্রতি বর্গফুট আট টাকা হিসেবে ভাড়া চুক্তি করে জনতা ব্যাংক কর্তৃপক্ষ। ৪১ বছর ধরে ব্যাংকটি ওই ভবনে কার্যক্রম চালিয়ে আসছে। স্থানটি জনতা ব্যাংক মোড় নামে পরিচিতিও পেয়েছে।
ভবন মালিক বেশ কয়েকবার ভাড়া বাড়ানোর জন্য ব্যাংক কর্তৃপক্ষকে চিঠি দিলেও তা আমলে নেয়নি তারা। ২০১৪ সালের ১ জুলাই ভবনের মালিক পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি, লতিফ রিয়েল এস্টেটের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ আবদুল লতিফ বিশ্বাস ব্যাংককে ভবন ছেড়ে দেওয়ার চূড়ান্ত নোটিশ দেয়। কিন্তু দীর্ঘ এক বছরেও ব্যাংক বিষয়টিকে কোনো গুরুত্ব না দেওয়ায় ভবন মালিক গতকাল রোববার রাত ৮টার দিকে নোটিশ দিয়ে ব্যাংকে তালা ঝুলিয়ে দেয়।
ভবনের মালিক আলহাজ আবদুল লতিফ বিশ্বাস এনটিভি অনলাইনকে বলেন, ‘১৯৭৪ সালে আট টাকা বর্গফুট হিসেবে ভাড়া দেওয়া হয়েছিল। এখন জীবনমানের আয় ব্যয় বেড়েছে কয়েক গুণ। আমরা ব্যাংকের কাছে প্রতি বর্গফুট ৪০ টাকা করে ভাড়া দাবি করে চার বছর আগে চিঠি দেই। দুই বছর আগে ব্যাংক কর্তৃপক্ষ প্রতি বর্গফুট ২৮ টাকা করে নির্ধারণ করে প্রস্তাব পাঠায়। আমরা তা মেনে নিই। কিন্তু দীর্ঘদিনেও ব্যাংক ভাড়া দেয়নি। ২০১৪ সালের ৩০ জুন চুক্তির মেয়াদ শেষ হওয়ায় শহরের গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে গতকাল রোববার রাতে ব্যাংকের বাইরের গেটে নোটিশ দিয়ে তালা মেরে দিই।’
লতিফ বিশ্বাস বলেন, ‘পাবনা শহরে এর চেয়ে কম ব্যস্ত সড়কে এখন ৫০ টাকা বর্গফুট ভাড়া নেওয়া হচ্ছে। ব্যাংকের কাছে প্রায় ২৪ লাখ টাকা ভাড়া বকেয়া রয়েছে। তালা মেরে দেওয়ার পর আজ সোমবার সকালে ব্যাংকের এজিএম, ডিজিএমসহ ব্যাংকের কর্মকর্তারা সাতদিনের মধ্যে ভাড়া পরিশোধসহ নতুন চুক্তি করার লিখিত মুচলেকা দিয়েছেন। তাই বেলা ১১টার দিকে ভবনের তালা খুলে দেওয়া হয়।’
এ ব্যাপারে জনতা ব্যাংক পাবনার ডিজিএম শহিদুল ইসলাম বলেন, ‘তারা দীর্ঘ ৪১ বছর ধরে ওই ভবনে রয়েছেন। গত চার বছর আগে ভবন মালিক ৪০ টাকা বর্গফুট ভাড়া চেয়ে চিঠি দেন। আমরা স্থানীয়ভাবে ২৮ টাকা বর্গফুট নির্ধারণ করে ভাড়ার বিষয়টি সমঝোতা করে কেন্দ্রে প্রস্তাব পাঠাই। কিন্তু বাংলাদেশ ব্যাংকের আপত্তির কারণে তা বাস্তবায়ন সম্ভব হয়নি।’
ডিজিএম বলেন বলেন, ‘ব্যাংক একটি আর্থিক প্রতিষ্ঠান। তাই বাংলাদেশ ব্যাংকের নিয়মের ভাইরে তাঁদের যাওয়া সম্ভব না।’