১০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাস সরবরাহ করবে সরকার
২০২১ সাল নাগাদ সাশ্রয়ী মূল্যে দেশের সব নাগরিকের কাছে বিদ্যুৎ পৌঁছে দিতে সরকার ১০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে।
বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক করে তুলতে গ্যাসের বর্তমান চাহিদা মেটানোর পর বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ কথা জানান। তিনি বলেন, এ ব্যাপারে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী বীরবিক্রমের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে অন্যান্যের মধ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ, বিদ্যুৎ সচিব এম মনোয়ার ইসলাম এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য রাখেন।
বৈঠকে বিবিয়ানা-৩-এর গ্যাস সরবরাহ, নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড ও সিঙ্গাপুরের সিসবকোর্প ইন্ডাস্ট্রিজ লিমিটেডের যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন ৪০০ মেগাওয়াট ডুয়েল ফুয়েল সিসিপিপি ও কোডডা ২০০ মেগাওয়াট আইপিপি (ইন্ডিপেনডেন্ট পাওয়ার প্লান্ট) পাওয়ার লিমিটেড নিয়ে আলোচনা হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব আবু বকর সিদ্দীক বাসসকে বলেন, আরো বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাস সরবরাহের বিষয় বৈঠকে আলোচনা হয়েছে।
মন্ত্রণালয় সূত্র জানায়, বর্তমানে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে ১১,২৬৫ মেগাওয়াট, যা দেশের ৬৮ শতাংশ জনগনের চাহিদা মেটাচ্ছে।
পাশাপাশি সরকার ১০,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম কয়লাভিত্তিক বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রকল্প গ্রহণ করেছে।