মাটি খুঁড়তে গিয়ে বোমা বিস্ফোরণ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/07/06/photo-1436193784.jpg)
ঝিনাইদহের সদর উপজেলায় গান্নাবাজার এলাকায় পরিত্যক্ত বোমা বিস্ফোরণে দুই নির্মাণশ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার সকালে এক বাড়ির সীমানা প্রাচীরের মাটি খোঁড়ার সময় এ ঘটনা ঘটে।
আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ সাংবাদিকদের জানান, আজ সকাল ১০টায় উপজেলার গান্নাবাজারে সাধন বিশ্বাসের বাড়ির সীমানা প্রাচীর নির্মাণের জন্য মাটি খুঁড়ছিলেন দুজন শ্রমিক। এ সময় তাঁদের কোদালের আঘাতে মাটির তলে থাকা একটি পরিত্যক্ত বোমা বিস্ফোরিত হয়।
এ ঘটনায় আহত হয়েছেন সদর উপজেলার আটিলা-গোপালপুর গ্রামের বাসিন্দা আমির আলী (৩০) ও গান্নাবাজারের বাসিন্দা খোরশেদ আলম (২৫)।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা গেছে, আহতদের দুই পা বোমার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।
কে বা কারা বোমাটি পুঁতে রেখেছিল তা পুলিশ খতিয়ে দেখছে বলে জানিয়েছেন ওসি বিপ্লব কুমার নাথ।