সীতাকুণ্ডে পুলিশের সঙ্গে ‘গোলাগুলি’, একজন নিহত
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় পুলিশের সঙ্গে ‘গোলাগুলি’তে একজন নিহত ও একজন গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ দাবি করেছে, দুজনই ডাকাত দলের সদস্য। গতকাল সোমবার রাত ১০টার দিকে বাঁশবাড়িয়া কোট্টাবাজারে এ ঘটনা ঘটে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন জানিয়েছেন, কোট্টাবাজারে রাতে ১০/১২ সশস্ত্র ডাকাতের একত্র হওয়ার খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়, পুলিশও পাল্টা গুলি চালায়। এতে গুলিবিদ্ধ দুই ডাকাতকে আটক করা হয়। হাসপাতালে নেওয়ার পর একজন মারা যান। তাঁর নাম নাজিম উদ্দিন।
পুলিশ জানিয়েছে, গোলাগুলির সময় উপপরিদর্শক (এসআই) মিজান ও রফিকুজ্জামানসহ পাঁচ পুলিশ সদস্য আহত হন। ঘটনার পর একটি এলজি, পিস্তলসহ ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।