রথযাত্রায় জঙ্গি হামলার শঙ্কা নেই : আইজিপি
ঢাকার ধামরাইয়ে সনাতন ধর্মাবলম্বীদের উল্টোরথযাত্রায় জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক।
আজ রোববার সকালে পুলিশ সদর দপ্তরে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে ঈদ পুনর্মিলনী শেষে এসব কথা বলেন আইজিপি। তিনি বলেন, ‘প্রত্যেক ধর্মের লোক তাদের ধর্মকর্ম নিরাপদে পালন করবে। নিরাপত্তা ব্যবস্থা আমরা দেবো।’
পুলিশের কাছে দুই বছর আগে থেকেই শীর্ষ জঙ্গিদের সম্পর্কে তথ্য ছিল, কিন্তু তারপরও পুলিশ তা আমলে নেয়নি—গণমাধ্যমে প্রকাশিত এমন তথ্য অস্বীকার করেন আইজিপি। তিনি বলেন, সরকার জঙ্গি বিষয়ে জিরো টলারেন্স নীতিতে রয়েছে। অচিরেই জঙ্গি নির্মূল সম্ভব হবে বলে দাবি করেন তিনি।
এ কে এম শহীদুল হক বলেন, ‘জঙ্গিরা যদি এ রকম কথা বলে থাকে জানলে গোটা পুলিশ বাহিনী জানত না, হয়তো দু-একজন জানত। আমি জানি না এইটা। আমরা কোনো জঙ্গির তৎপরতা জানব এবং পুলিশ বসে থাকবে, এ ধরনের ঘটনা ঘটার কথা না।’ শীর্ষ জঙ্গি নেতারা খুব শিগগির ধরা পড়বে বলেও জানান তিনি।