সব রাজনীতিবিদের মুখে তালা : মাহমুদুর রহমান
ভারতে গো-রক্ষা আন্দোলনের নামে মুসলমানদের হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। তিনি অভিযোগ করেন, এ দেশের রাজনীতিবিদরা এ নিয়ে প্রতিবাদ করছেন না। তিনি বলেন, ‘সব রাজনীতিবিদের মুখে তালা।’
আজ রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মাহমুদুর রহমান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহার।
মাহমুদুর রহমান বলেন, ‘বিরোধী রাজনৈতিক দলগুলো যারা ইসলামের কথা বলে তারাও চুপ করে আছে। কারণটা কী? ভারতের বা দিল্লির আশীর্বাদপুষ্ট হয়ে আমাদের ক্ষমতায় যেতে হবে? সে কারণে সব রাজনীতিবিদের মুখে তালা। তাঁরা এখন পর্যন্ত ভারতের মুসলমানদের নিগ্রহের বিরুদ্ধে কোনো প্রতিবাদ উচ্চারণ করেন নাই।’
মাহমুদুর রহমান বলেন, গতকাল শনিবার রাত থেকে আমার বাসার সামনে পুলিশ অবস্থান করছে। সকালে নির্দিষ্ট সময়ে আমি বের হতে চেয়ে ব্যর্থ হয়েছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লেখক ও বুদ্ধিজীবী ফরহাদ মজহার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সাবেক সভাপতি রুহুল আমীন গাজী, মহাসচিব এম আবদুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি কবি আবদুল হাই শিকদার, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, যুগ্ম সম্পাদক ইলিয়াস খান, সাবেক যুগ্ম সম্পাদক কাদের গনি চৌধুরী, প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু প্রমুখ।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, অন্যায়ভাবে ভারতে মুসলমানদের নির্মমভাবে হত্যা করা হচ্ছে। অথচ বাংলাদেশ সরকার, বিরোধী রাজনৈতিক মহল, আলেম সমাজ কিংবা সুশীল সমাজসহ কেউই এর প্রতিবাদ জানায়নি- যা রহস্যজনক। গো-রক্ষার নামে মুসলমান হত্যার ঘটনার প্রতিবাদে ভারতের নাগরিক সমাজের চলমান আন্দোলনকে সাধুবাদ জানিয়ে তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করা হয় সংবাদ সম্মেলনে।