বাসের ধাক্কায় শ্যালিকা দুলাভাই নিহত

মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া কলেজের সামনে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুজন নিহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন শালিখা উপজেলার নাঘোসা গ্রামের মুন্সি আতিক হাসান (২৪) ও তাঁর শ্যালিকা যশোরের বাঘারপাড়া উপজেলার কমরপুর গ্রামের সাথি আকতার (১৮)। আতিক হাসান আজ সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে করে তাঁর শ্যালিকাকে নিয়ে কমরপুরে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম জানান, আজ বেলা ১১টার দিকে আড়পাড়া কলেজের সামনে খুলনা থেকে ফরিদপুরগামী সাজান পরিবহনের একটি যাত্রীবাহী বাস মুন্সি আতিক হাসানের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে আতিক হাসান ও তাঁর শ্যালিকা নিহত হন। লাশ দুটি থানায় রাখা হয়েছে। বাসটিকে আটক করেছে পুলিশ।