হাসপাতাল থেকে বাসায় ফিরলেন ফরহাদ মজহার
কবি ও কলামিস্ট ফরহাদ মজহারকে রাজধানীর বারডেম হাসপাতাল থেকে আজ বুধবার বিকেলে ছাড়পত্র দেওয়া হয়েছে। এরপর তাঁকে হাসপাতাল থেকে শ্যামলীর বাসায় নিয়ে যাওয়া হয়। তাঁর শারীরিক অবস্থা আগের থেকে ভালো বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
এর আগে গত ৩ জুলাই সোমবার ভোরে ফরহাদ মজহার অপহৃত হয়েছিলেন বলে তাঁর পরিবার থেকে অভিযোগ করা হয়েছিল। সে দিনই রাতে তাঁকে যশোরের নওয়াপাড়ায় হানিফ পরিবহনের একটি বাস থেকে উদ্ধার করা হয়। পরের দিন তাঁকে ঢাকায় এনে আদালতে হাজির করা হয়। আদালতে তিনি ঘটনার বর্ণনা দিয়ে জবানবন্দি দেন। ওই দিনই শারীরিক অসুস্থতার কারণে ফরহাদ মজহারকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল থেকে আজ ছাড়া পান তিনি।
যোগাযোগ করা হলে ফরহাদ মজহারের স্ত্রী ফরিদা আখতার এনটিভি অনলাইনকে বলেন, ‘আজ বিকেল ৫টায় বারডেম হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ফরহাদ মজহারকে রিলিজ করে দেন। তাঁর শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। তাঁকে হাসপাতাল থেকে শ্যামলীর বাসায় নিয়ে আসা হয়েছে।’