মাল্টিফ্যাবসে বয়লার বিস্ফোরণ, নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/07/18/photo-1500393541.jpg)
গাজীপুরের কাশিমপুর নয়াপাড়া এলাকায় গত ৩ জুলাই মাল্টিফ্যাবস কারখানায় বয়লার বিস্ফোরণে নিহত ১৩ জনের ক্ষতিপূরণের চেক তাদের স্বজনদের হাতে তুলে দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে গাজীপুর জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলন কক্ষে ওই চেক দেওয়া হয়। এ সময় নিহত প্রত্যেকের পরিবারকে ৫ লাখ ৬০ হাজার টাকার চেক তুলে দেন গাজীপুরের জেলা প্রশাসক দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির।
এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রাহেনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদ হাসান, গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান, মাল্টিফ্যাবস লিমিটেড কারখানার ম্যানেজিং ডিরেক্টর মো. মহিউদ্দিন ফারুকী, অপারেশন ডিরেক্টর মো. মেজবাহ উদ্দিন ফারুকী, এক্সিকিউটিভ ডিরেক্টর আব্দুল কুদ্দুস প্রমুখ উপস্থিত ছিলেন।
ম্যানেজিং ডিরেক্টর মো. মহিউদ্দিন ফারুকী জানান, আজ নিহত প্রতিজনের পরিবারকে কারখানার পক্ষ থেকে চার লাখ টাকা এবং ডেনমার্কের বায়ার রেক্স হোম (আইডির) পক্ষ থেকে এক লাখ ৬০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়। এছাড়া কারখানা কর্তৃপক্ষ গত সোমবার শ্রম আদালতে নিহত প্রতিজনের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ আরো এক লাখ টাকা করে জমা দেওয়া হয়েছে।
মহিউদ্দিন ফারুকী জানান, যে ১৩টি প্রাণ নীরবে ঝরে গেছে, তাদের সন্তানদের লেখাপড়ার ব্যয়ভার মাল্টিফ্যাবস লিমিটেড বহন করবে। পাশাপাশি চাকরিযোগ্য পোষ্য থাকলে তাদের চাকরিতে নিয়োগ দেওয়া হবে। সিদ্ধান্ত অনুযায়ী মাল্টিফ্যাবস ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান গঠন করা হবে, তাদের পরিবার সচ্ছল না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে। দুই ঈদে প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদের পরিবারকে বোনাস দেওয়া হবে।
‘এ ছাড়া আমাদের রপ্তানি বিল থেকে কর্তনকৃত অঙ্ক যা শ্রমিক কল্যাণ তহবিলে জমা হয়, সেই তহবিল থেকেও প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবার তিন লাখ টাকা করে পাবে।’ বলছিলেন মহিউদ্দিন ফারুকী।