ভারি বর্ষণে বান্দরবান-চট্টগ্রাম সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/07/23/photo-1500822572.jpg)
টানা ভারি বর্ষণে বান্দরবানের সঙ্গে চট্টগ্রামসহ সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আজ রোববার সন্ধ্যায় সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
প্রশাসনের লোকজন ও শ্রমিকরা জানান, গতকাল শনিবার থেকে বান্দরবানে টানা ভারি বর্ষণ অব্যাহত রয়েছে। অবিরাম বর্ষণে বান্দরবান জেলা সদর এবং লামা উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বৃষ্টিতে বান্দরবান-কেরানীহাট চট্টগ্রাম প্রধান সড়কের বাজালিয়ার বরদুয়ারাসহ কয়েকটি স্থানে বন্যার পানিতে সড়ক কয়েক ফুট পানিতে তলিয়ে গেছে। অপরদিকে বান্দরবান-রাঙামাটি সড়কের পুলপাড়া বেইলি ব্রিজ বন্যার পানিতে তলিয়ে গেছে। সড়ক তলিয়ে যাওয়ায় বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম, কক্সবাজার, ঢাকা, রাঙামাটিসহ সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। সড়কে চলছে নৌকা। অনেকে ভ্যানগাড়িতে করেও পার হচ্ছে তলিয়ে যাওয়া সড়কপথ।
পরিবহন শ্রমিক মোহাম্মদ আলমগীর বলেন, রোববার সন্ধ্যা থেকে বান্দরবান-চট্টগ্রাম সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এ ছাড়াও রাঙামাটি সড়ক যোগাযোগও বন্ধ রয়েছে।
বান্দরবানের মৃত্তিকা সংরক্ষণ কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মাহাবুবুল ইসলাম বলেন, সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বান্দরবানে ৭৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এখনো ভারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।
এদিকে বৃষ্টিতে বান্দরবানের সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পেয়েছে।
জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক বলেন, ভারি বর্ষণে বান্দরবানে পাহাড়ধসে প্রাণহানি এবং ক্ষয়ক্ষতির শঙ্কা বাড়ছে। পাহাড়ধসের ঝুঁকিতে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করা হচ্ছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র। বন্যার পানিতে সড়ক তলিয়ে যাওয়ায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।