নেত্রকোনায় দুটি গ্রামে বিদ্যুৎ সংযোগ
নেত্রকোনার পূর্বধলা উপজেলার সদর ইউনিয়নের দিকজান ও নয়াপাড়া গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। গতকাল শনিবার বিকেলে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল বীরপ্রতীক। এ সময় তিনি বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশ শতভাগ বিদ্যুতের আওতায় আসবে। কোনো গ্রাম আর আলোহীন থাকবে না।
গ্রাম দুটিতে পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে ৫১ লাখ ১৫ হাজার ৬০০ টাকা ব্যয়ে চার দশমিক ২১৮ কিলোমিটার লাইন নির্মাণ করা হয়েছে। আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সেচ সুবিধার জন্য প্রথম পর্যায়ে ২৪১ জন গ্রাহককে বিদ্যুৎ সংযোগের আওতায় আনা হয়েছে।
বিদ্যুৎ সংযোগ উদ্বোধনের আগে পূর্বধলা উপজেলা পরিষদের চেয়ারম্যন জাহিদুল ইসলাম সুজনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন পূর্বধলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুসনে আরা বেগম লুৎফা, নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. মুজিবর রহমান, পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা।