নির্বাচনের আগে সংসদ বিলুপ্ত করা প্রয়োজন : এমাজউদ্দীন
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) তৈরির জন্য সংসদ বিলুপ্ত করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দীন আহমদ। একই সঙ্গে নির্বাচন পর্যন্ত বিরোধী রাজনৈতিক দলের মামলা স্থগিত রাখার আহ্বানও জানিয়েছেন তিনি।
আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ‘নির্বাচনী রোডম্যাপ : নিরপেক্ষ নির্বাচনে সংকট সম্ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন এমাজউদ্দীন আহমদ। বাংলাদেশ সেন্টার ফর ডায়ালগ অ্যান্ড ডেভেলপমেন্ট (বিসিডিডি) নামের একটি সংগঠন এ বৈঠকের আয়োজন করে।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এমাজউদ্দীন আরো বলেন, ‘খেলার মাঠটাকে যদি লেভেল প্লেয়িং করতে হয়, তাহলে জাতীয় সংসদকে ডিজলভ (বিলুপ্ত) করা, মামলা-মোকদ্দমাগুলোকে সাসপেন্ড রাখা টিল দি ইলেকশনস আর হেল্ড (নির্বাচন অনুষ্ঠান পর্যন্ত)। যদি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফৌজদারি মামলা হয়ে থাকে, ওই সম্পর্কে আমার কোনো বক্তব্য নেই।’
অধ্যাপক এমাজউদ্দীন বলেন, একটি সংসদ বহাল রেখে আরেকটি সংসদ নির্বাচন হলে তা কোনোভাবেই নিরপেক্ষ হবে না। সব প্রার্থীর জন্য সমান সুযোগ তৈরি করতে শুধু নির্বাচনের সময়ই নয়, এখন থেকেই নির্বাচন কমিশনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। নির্বাচনী পরিবেশ নির্বিঘ্ন রাখতে সেনা মোতায়েনের পরামর্শও দেন তিনি।