লক্ষ্মীপুরে কৈশোর তারুণ্যের বইমেলা শুরু
লক্ষ্মীপুর সদর উপজেলায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৈশোর তারুণ্যের বইমেলার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নুরুজ্জামান তিনদিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘শূন্য’-এর সহযোগিতায় সরকারি বিদ্যালয়ের হলরুমে এ মেলা শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা পরিষদের সদস্য ফরিদা ইয়াসমিন লিকা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলরাম চন্দ্র দেবনাথ, সহকারী প্রধান শিক্ষক সফিকুল ইসলাম ও লক্ষ্মীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন।
আয়োজকরা জানান, মেলায় দেশের আটটি খ্যাতনামা প্রকাশনার স্টল রয়েছে। এতে দেশ-বিদেশের প্রসিদ্ধ লেখকদের লেখা সায়েন্সফিকশন, ছড়া, গল্প, উপন্যাস, কবিতাসহ শিশু-কিশোরদের উপযোগী বিভিন্ন শিক্ষামূলক বই রয়েছে। মেলায় পছন্দের বই দেখা, পড়া ও কেনার সুযোগ পেয়ে খুশি মেলা প্রাঙ্গণে আসা জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি বাহ্যিক জ্ঞানে সমৃদ্ধ করতেই বিদ্যালয়ে শ্রেণিকক্ষের পাশে এ মেলার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন মেলার আয়োজকরা।