ক্যানসার আক্রান্ত যুবককে আর্থিক সহায়তা প্রবাসী মানব কল্যাণ সংগঠনের
কিশোরগঞ্জের ভৈরবের ক্যানসার আক্রান্ত যুবক সাইফুল ইসলামকে তিন লাখ টাকা দিয়েছে প্রবাসী মানবকল্যাণ সংগঠন। আজ সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে সংগঠনের পরিচালক আমির উদ্দিন গাজী, সাধারণ সম্পাদক মো. শামিম, সিনিয়র সহসভাপতি শিবলি আল শরিফ সাইফুলের হাতে এই অর্থ সহায়তা তুলে দেন।
এ সময় সাইফুলের বাবা আব্দুর রউফ মিয়া, ভাই ওমর ফারুক, সমাজসেবক সেলিম খান, শিক্ষক সুহেল রানা, পাদুকা ব্যবসায়ী কবির আহমেদ, জাকির হোসেন, শাহালম উপস্থিত ছিলেন।
জানা যায়, উপজেলার কালিকাপ্রসাদ মধ্যপাড়া এলাকার আব্দুর রউফ মিয়ার ছেলে সাইফুল ইসলাম সিঙ্গাপুর প্রবাসী ছিলেন। তখন তিনি এলাকার বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত থেকে জনসেবা করে যাচ্ছিলেন।
কিন্তু পাঁচ-ছয় মাস আগে অসুস্থবোধ করলে দেশে আসেন সাইফুল ইসলাম। পরে চিকিৎসকরা তিনি ব্লাডক্যানসারে আক্রান্ত বলে শনাক্ত করেন। তখন থেকে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। তাঁর চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে পরিবার আর্থিক সংকটে পড়ে। এই খবর জানতে পেরে প্রবাসী মানব কল্যাণ সংগঠন এই অর্থ সহায়তা দেয়।
সাইফুল ইসলামের পরিবারের টাকা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে এবং প্রবাসী মানব কল্যাণ সংগঠনের সাফল্য কামনা করে।