ট্রেনের ছাদে ভ্রমণ করায় ৩০ যাত্রী কারাগারে
ট্রেনের ছাদে অবৈধভাবে ভ্রমণের দায়ে কুমিল্লার লাকসাম উপজেলা রেলওয়ে জংশনে ৩০ যাত্রীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আরো ২০ যাত্রীকে বিভিন্ন অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার রেলওয়ে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ওই ৫০ জনকে আটক করে। নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে ময়মনসিংহগামী বিজয়, চাঁদপুরগামী সাগরিকা, ঢাকাগামী চট্টলা ও কর্ণফুলী এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেনে এই অভিযান চালানো হয়।
লাকসাম রেলওয়ে জংশন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কান্তি বড়ুয়া জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশে ট্রেনে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে একাধিক ট্রেনের ছাদ থেকে আটক করা ৩০ জনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ছাড়া স্টেশনে বিনা প্রয়োজনে অবস্থান করার কারণে ২০ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড দেওয়া হয়েছে। রেলওয়ে আইনের ১১৩ ও ১১৮ বিধি মোতাবেক তাদের শাস্তি দেওয়া হয়েছে।

মো. জালাল উদ্দিন, কুমিল্লা