পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় পুলিশের ওপর হামলা চালিয়ে এক আসামিকে ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন গজারিয়া থানার উপপরিদর্শক (এসআই) আপন কুমার মজুমদার।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হাসান জানান, গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের তেতৈইতলা এলাকার শীর্ষস্থানীয় মাদক ব্যবসায়ী দিদারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। বালুয়াকান্দি থেকে তাঁকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় সহযোগীরা পুলিশের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন আপন কুমার মজুমদার। এ সময় তাঁর মোটরসাইকেলটিও ভাঙচুর করে দুর্বৃত্তরা।
দিদার ও পুলিশের ওপর হামলাকারী তাঁর সহযোগীদের ধরতে অভিযান চলছে বলেও জানান ওসি ফেরদৌস হাসান।