বিভিন্ন স্থানে বিএনপির বিক্ষোভ মিছিল
বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোট আজ শনিবার দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে। কথিত বন্দুকযুদ্ধে বিরোধীদলীয় নেতা-কর্মীদের হত্যা, রাজনৈতিক হয়রানিমূলক মামলা, গণগ্রেপ্তার, নির্যাতন, রাজবন্দিদের মুক্তি এবং নির্দলীয় সরকারের অধীনে অবিলম্বে জাতীয় নির্বাচনের দাবিতে গত বৃহস্পতিবার বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের সই করা এক বিবৃতিতে ঢাকাসহ সারা দেশে জেলা, উপজেলা, পৌরসভা ও মহানগরের ওয়ার্ডে ওয়ার্ডে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়। এনটিভির প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন।
মুহাম্মদ আবুতৈয়ব, খুলনা : আজ বেলা সাড়ে ১১টায় নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে খুলনা প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেডি ঘোষ রোডে বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ হয়। সমাবেশে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম নূরুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, সেকেন্দার জাফরউল্লাহ খান সাচ্চু, অ্যাডভোকেট এস আর ফারুক, জামায়াত নেতা অ্যাডভোকেট শাহ আলম, ফখরুল আলম, শেখ মুজিবর রহমান, মনিরুজ্জামান মন্টু প্রমুখ।
নাফিজ আশরাফ, নারায়ণগঞ্জ : সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ৩০০ ফুট সড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বিএনপি। জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনসহ অন্য নেতারা।
সাইফুল ইসলাম সজল, যশোর : শহরে সকালে পৃথক মিছিল করেছে বিএনপি ও জামায়াত। শহরের বড় বাজার এমএম আলী রোডে মিছিল বের করে জেলা বিএনপি। একই সময় মনিহার এলাকায় বিক্ষোভ মিছিল করেন জামায়াতে ইসলামী ও শিবিরের নেতা-কর্মীরা। মিছিল থেকে বর্তমান সরকারকে অবৈধ উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবিতে স্লোগান দেওয়া হয়।
বিশ্বজিৎ সাহা, নরসিংদী : সকালে শহরের বাজির মোড় থেকে জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকনের নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রেলস্টেশনের দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে বৌয়াকুর মোড়ে সমাবেশ করে তারা।
রবিউল ইসলাম, বাগেরহাট : ২০-দলীয় জোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। মিছিলটি কার্যালয়ের সামনে থেকে বের হয়ে পুরাতন বাজার হয়ে ফের দলীয় কার্যালয়ের এসে শেষ হয়। মিছিল শেষে কার্যালয়ের সামনে এক সমাবেশ হয়। সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি ওয়ালিউজ্জামান মোজা, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান, প্রচার সম্পাদক অ্যাডভোকেট আবদুল মান্নান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আইয়ুব আলী মোল্লা বাবু, জেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক শাহিদা আক্তার, বিএনপি নেতা অ্যাডভোকেট মোশারফ হোসেন মন্টু, আইনজীবী সমিতির সভাপতি আব্দুল হাই, মনিরুজ্জামান মনি, সেলিম ভুঁইয়া, এলাহী মল্লিক আলম, শ্রমিক নেতা মোজাম, অ্যাডভোকেট শহিদুল ইসলাম, নারী নেত্রী ইভা আক্তার প্রমুখ। সমাবেশে বক্তারা অবিলম্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করে সবার অংশগ্রহণে নির্দলীয় সরকারের অধীনে একটি অর্থবহ নির্বাচন দেওয়ার দাবি জানান। এ সময় তাঁরা দেশব্যাপী পেট্রলবোমা নিক্ষেপ ও ক্রসফায়ারের নামে নেতা-কর্মীদের হত্যা, গুম ও গণগ্রেপ্তার বন্ধ করার আহ্বান জানান।
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ : দুপুর ১২টার দিকে জেলা বিএনপির কার্যালয় থেকে মিছিল বের হয়। মিছিলটি দলীয় কার্যালয় থেকে পুরাতন বাসস্ট্যান্ডের দিকে যাওয়ার চেষ্টা করে। মিছিলটি পিটিআইয়ের মোড় পর্যন্ত গেলে পুলিশ বাধা দিয়ে ঘুরিয়ে দেয়। পরে মিছিলটি দলীয় কার্যালয়ে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়। এদিকে মুন্সীগঞ্জের শ্রীনগরে ছনবাড়ী এলাকায় ঢাকা-দোহার মহাসড়কে উপজেলা বিএনপি ও স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ-মিছিল করে।
মো. আফজাল হোসেন, ভোলা : আজ বেলা সোয়া ১১টায় শহরের মহাজনপট্টিতে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক হারুন-অর-রশিদ ট্রুমেনের নেতৃত্বে মিছিল বের হয়। মিছিলটি শহরের বরিশাল দালানের সামনে সমাবেশ করে একই স্থানে শেষ হয়। মিছিলে জেলা ও উপজেলা পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।
ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার : বেলা সাড়ে ১১টায় জেলা বিএনপি কার্যালয় থেকে জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও কক্সবাজার সদর-রামু আসনের সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় নেতা লুৎফুর রহমান কাজলের নেতৃত্বে মিছিল বের হয়। মিছিলে পৃথক ব্যানার নিয়ে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও মহিলা দলের নেতারা যোগ দেন। এর আগে বেলা ১১টায় জেলা জামায়াত-শিবিরের নেতারা একটি মিছিল বের করেন।
ভজন দাস, নেত্রকোনা : সকালে শহরের কুড়পাড় এলাকায় বিক্ষোভ মিছিল করেন বিএনপির নেতা-কর্মীরা। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ডা. আনোয়ারুল হক, জেলা তাঁতী দলের আহ্বায়ক আব্দুল আজিজ, অ্যাডভোকেট খলিলুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, দমন-পীড়ন চালিয়ে সরকার ক্ষমতা ধরে রাখতে পারবে না। অবিলম্বে ২০-দলীয় জোটের নেতা-কর্মীদের মুক্তি না দিলে আরো কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
ফারুক আহমেদ পিনু, কুষ্টিয়া : ভেড়ামারা উপজেলা শহরের গোডাউন মোড়ে আজ দুপুরে বিক্ষোভ সমাবেশ করেন বিএনপির নেতা-কর্মীরা। সমাবেশে বক্তব্য দেন ভেড়ামারা-মিরপুর আসনের বিএনপিদলীয় সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহিদুল ইসলামসহ ২০-দলীয় জোটের নেতারা। বক্তারা সারা দেশে জোটের নেতা-কর্মীদের ওপর নির্যাতন-নিপীড়ন ও খালেদা জিয়ার বাড়িতে খাবার সরবরাহ বন্ধের নিন্দা ও প্রতিবাদ জানান। এ সময় সমাবেশস্থল ঘিরে রাখে পুলিশ।
কাজী রাশেদ, কুমিল্লা : চান্দিনা উপজেলায় আজ দুপুরে বিক্ষোভ মিছিল করে কুমিল্লা উত্তর জেলা বিএনপি। উত্তর জেলার দপ্তর সম্পাদক ও চান্দিনা পৌরসভার মেয়র শাহ মো. আলমগীর খানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি চান্দিনায় কুমিল্লা উত্তর জেলা বিএনপি কার্যালয় থেকে বের হয়ে চান্দিনার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য মো. জহিরুল ইসলাম, চান্দিনা পৌর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, চান্দিনা পৌর বিএনপির ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি শহীদুজ্জামান সরকার প্রমুখ।
এ বি এম ফজলুর রহমান, পাবনা : জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার হাবিবুর রহমান তোতার নেতৃত্বে আজ দুপুরে বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি জেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার হাবিবুর রহমান তোতা, সহসভাপতি শেখ তুহিন, যুগ্ম সম্পাদক মোসাবিবর হোসেন সঞ্জু, আবু বকর সিদ্দিক মুকু, দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম, কোষাধ্যক্ষ মোফাজ্জল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মুরাদ, সহ-প্রচার রফিকুল ইসলাম, সমবায়বিষয়ক সম্পাদক আজম চৌধুরী, ধর্মবিষয়ক সম্পাদক হাজি সোলেমান, জেলা মৎস্যজীবী দলের সভাপতি আজম প্রামাণিক, সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, তাঁতী দলের সভাপতি শাজাহান আশরাফী, সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন সাগর, জেলা স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক লতিফ সরদার, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মনির আহমেদ, জেলা বিএনপির সদস্য রানা কমিশনার প্রমুখ।
সুভাষ চৌধুরী, সাতক্ষীরা : সাতক্ষীরা-যশোর মহাসড়কের লাবসা এলাকায় আজ সকালে একটি ঝটিকা মিছিল করে জেলা বিএনপি। জেলা বিএনপির সাধারণ সম্পাদক চেয়ারম্যান আব্দুল আলিমের উদ্যোগে এ ঝটিকা মিছিল বের হয়।
শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া : বিকেলে শহরের কলেজপাড়া থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। সড়ক প্রদক্ষিণ শেষে পাওয়ার হাউস রোডে সমাবেশ করা হয়। জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান কচির সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, জেলা যুবদলের আহ্বায়ক মনির হোসেন প্রমুখ।
আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ : বিকেলে জেলা আইনজীবী ভবনের সামনের থেকে মিছিলটি বের হয়ে শহরের শহীদ রফিক সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে। সমাবেশে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মোখছেদুর রহমান, অ্যাডভোকেট আজাদ হোসেন খান ও সাংগঠনিক সম্পাদক এস এ কবির জিন্নাহ প্রমুখ।
শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট : বিকেলে শহরে জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মোজাহার আলী প্রধানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জয়পুরহাট শহরের কেন্দ্রীয় মসজিদ চত্বরের ট্রাফিক মোড়ে গিয়ে শেষ হলে সেখানে সমাবেশ করা হয়।
হালিম খান, নাটোর : কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হকের নেতৃত্বে বিকেলে শহরের আলাইপুর দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে পুলিশ মিছিলটি আটকে দেয়। পুলিশি বাধার মুখে মিছিলটি দলীয় কার্যালয়ে ফিরে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকেলে ২০-দলীয় জোট চাঁপাইনবাবগঞ্জ শহরের বড় ইন্দারা মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহর ঘুরে শান্তির মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য দেন সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবু বাক্কার, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মতি।
মো. আক্তারুজ্জামান রঞ্জন, আশুগঞ্জ : বিকেল সাড়ে ৪টায় আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু আসিফের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি আশুগঞ্জ চৌরাস্তা থেকে শুরু হয়ে আশুগঞ্জ শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে আবার চৌরাস্তায় এসে শেষ হয়। পরে সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসির আহমেদ, বিএনপি নেতা আজিজুর রহমান, রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, মো. পারভেজ খাঁ, হাজি মো. হাবিবুর রহমান, মো. সাফি উদ্দিন, সিরাজুল ইসলাম, শফিকুল ইসলাম, হেবজুল বারী বকসী, সেলিম সিকদার, আসাদ মিয়া, আলমগীর খাঁ, মো. ফারুকুল ইসলাম, জসিম উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, ২০ দলীয় জোটের নেতা-কর্মীদের ক্রসফায়ারের নামে হত্যা-খুন, নির্যাতন করে আন্দোলন থেকে হটানো যাবে না এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে।

অনলাইন ডেস্ক