বান্দরবানে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ
বান্দরবানে বীর বাহাদুর বিদ্যা নিকেতনের শিক্ষার্থীদের মধ্যে বিদ্যালয়ের পোশাক ও ব্যাগ বিতরণ করা হয়েছে। আজ শনিবার সকালে সাড়ে দশটায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর নিজ বাসভবনে শিক্ষার্থীদের মধ্যে এসব সামগ্রী বিতরণ করেন।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বীর বাহাদুর বলেন, নিজের প্রয়োজনেই সবাইকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। জীবনের লক্ষ্য অর্জনে শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষিত জাতি গড়ে তুলতে পারলেই সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব হবে। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও শিক্ষার উন্নয়নে ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
এ সময় অন্যান্যের মধ্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কাজী মুজিবর রহমান, জেলা পরিষদের সদস্য কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাশ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাসেম উপস্থিত ছিলেন।
এ বছর থেকেই জেলা সদরের নতুনপাড়া এলাকায় দুই শতাধিক শিক্ষার্থী নিয়ে বীর বাহাদুর বিদ্যা নিকেতন প্রাথমিক বিদ্যালয়টির কার্যক্রম শুরু হয়।