তিন মাসের মধ্যে নির্বাচন দিতে বললেন বি চৌধুরী
চলমান রাজনৈতিক সংকট নিরসনে আগামী তিন মাসের মধ্যে নির্বাচন এবং এ লক্ষ্যে সংলাপের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিকল্পধারার প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। আজ শনিবার সকালে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংলাপের দাবিতে দিনব্যাপী গণ-অনশনকালে তিনি এ আহ্বান জানান।
এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর সংলাপের আহ্বানে বিএনপির সাড়া দেওয়া উচিত ছিল। কিন্তু তাই বলে যে প্রধানমন্ত্রী আবার সংলাপের আহ্বান জানাবেন না এ ধরনের কোনো কথা হতে পারে না।
সাবেক এ রাষ্ট্রপতি অভিযোগ করেন, সরকার ২০-দলীয় জোটের নেতাদের সঙ্গে অরাজনৈতিক আচরণ করছে। এটা বন্ধ করতে হবে। তিনি বলেন, দেশের মানুষের কথা না শুনলে, বিদেশিদের কথায় সরকারকে সংলাপে বসতে হবে, যা লজ্জাজনক।
দেশের মানুষের ওপর গুলি চালানোর সিদ্ধান্ত সঠিক হচ্ছে না বলেও মন্তব্য করেন বদরুদ্দোজা চৌধুরী।

অনলাইন ডেস্ক