শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের ভিড়
ঈদের দিন মুন্সীগঞ্জ লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট প্রায় ফাঁকা থাকলেও আজ রোববার সেখানে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। এ কারণে শিমুলিয়া-কাওরাকান্দি নৌপথে ফেরিগুলো আবার ব্যস্ত হয়ে পড়েছে।
আজ রোববার সকাল থেকে শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। দুপুরে ছোট-বড় মিলিয়ে আড়াই শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় ছিল। লঞ্চ আর সি-বোট ঘাটেও ছিল অতিরিক্ত যাত্রীর চাপ। ঘরমুখো মানুষ লঞ্চ, সি-বোট ও ফেরিতে পদ্মা পাড়ি দিচ্ছেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল সংস্থার (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক চন্দ্রশেখর জানান, ঈদের পরের দিন অতিরিক্ত যাত্রীর চাপ রয়েছে। ১৮টি ফেরি দিয়ে তাঁরা গাড়ি পারাপার করছেন। ফেরিগুলোতে গাড়ির পাশাপাশি প্রচুর যাত্রী পারাপার হচ্ছেন।