পাবনায় বাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/07/20/photo-1437368066.jpg)
ঈদের পরদিন পাবনায় বাসের ধাক্কায় ব্যবসায়ী মীর বদরুল আলম আলো (৪৭) নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর মা ও গাড়িচালক গুরুতর আহত হয়েছেন।
গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে ঈশ্বরদী থেকে একটি বিয়ের অনুষ্ঠানে যোগদান শেষে তাঁর মাসহ কাশীনাথপুরের বাড়িতে ফিরছিলেন। বৃষ্টির মধ্যে পাবনা-নগরবাড়ী মহাসড়কে গাংগহাটি ক্লাবের কাছে বিপরীত দিক থেকে আসা বাস তাঁদের গাড়িকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আলো মারা যান। গুরুতর অবস্থায় আলোর মা মীর খুকী খাতুন (৭০) ও গাড়িচালক শহীদকে (৩০) পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
মীর বদরুল আলম আলো সাঁথিয়া উপজেলার হুইখালী গ্রামের রাজনীতিক মরহুম মীর মোহাম্মদ আলী ওরফে হারান মীরের একমাত্র ছেলে। তিনি আদর্শ বিল্ডার্স লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের মালিক। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। এ ছাড়া সাপ্তাহিক চলতিপত্রের নির্বাহী পরিচালক এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ছিলেন মীর বদরুল আলম।
আজ সোমবার কাশীনাথপুরে তাঁর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হবে।