চট্টগ্রামে পাহাড়ধসে মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ২
চট্টগ্রামের আমিন জুটমিল এলাকায় পাহাড়ধসে তিন শিশুর মৃত্যুর ঘটনায় বাড়ির মালিকসহ দুজনকে গ্রেপ্তার করেছে বায়েজিদ থানার পুলিশ। গতকাল রোববার রাতে নগরীর মুরাদপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, গ্রেপ্তার হওয়া দুজন হলেন সাহাবউদ্দিন ও তাঁর ভাই জানে আলম। তাঁরা অবৈধভাবে পাহাড় দখল করেছিলেন। পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ এলাকায় ঘরবাড়ি নির্মাণ করে তাঁরা চার ভাই ভাড়া দিয়েছিলেন। দুই ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ডের আবেদন করবে পুলিশ।
এদিকে, আজ সোমবার সকাল থেকে জেলা প্রশাসন অবৈধভাবে ঝুঁকিপূর্ণ এলাকায় গড়ে তোলা বসতঘর উচ্ছেদে অভিযান শুরু করেছে। চান্দগাঁও থানার ভূমি কর্মকর্তা আফজাল হোসেন জানান, অভিযান শুরু হয়েছে। বেলা ১২টা পর্যন্ত তাঁরা ছয়টি ঘর উচ্ছেদ করেছেন।
চট্টগ্রাম পাহাড় রক্ষা কমিটির সদস্য সচিব ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইলিয়াছ হোসেন জানান, জুটমিল এলাকার ভেতর ঝুঁকিপূর্ণ পাহাড়ের অবস্থান সম্পর্কে তাঁরা আগে থেকে অবগত ছিলেন না। এ ঘটনার পর তাঁরা ঝুঁকিপূর্ণ পাহাড় সম্পর্কে আরো বেশি উদ্যোগী হবেন।
ঈদের দিন শনিবার সকাল থেকে টানা বৃষ্টিতে নগরীতে পাহাড় ও দেয়ালধসের ঘটনায় ছয়জনের মৃত্যু হয় এবং চারজন গুরুতর আহত হন। এ সময় আমিন জুটমিল এলাকায় পাহাড়ের পাদদেশে দুটি কাঁচাঘরের ওপর মাটি ধসে মারা যায় একই পরিবারের তিন শিশু। নিহতরা হলো ১২ বছর বয়সী আরাফাত হোসেন, পাঁচ বছরের সালমা বেগম ও ১৬ মাস বয়সী বিবি মরিয়ম। একই সময় লালখান বাজার এলাকায় মা ও শিশুসহ তিনজনের প্রাণহানি ঘটে।