বান্দরবানে পাহাড়ধসে ১ শ্রমিক নিহত, আহত ৫
বান্দরবানে পাহাড়ধসে এক শ্রমিক নিহত ও পাঁচজন আহত হয়েছেন। আজ রোববার দুপুর ১টার দিকে জেলা সদরের ছিদ্দিকনগর এলাকায় পাহাড় কাটার সময় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জেলা সদরের ছিদ্দিকনগর এলাকায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অধীন অভ্যন্তরীণ সড়ক নির্মাণের জন্য পাহাড় কাটার সময় পাহাড়ের একটি অংশ ওপর থেকে ধসে পড়ে। এ সময় ঘটনাস্থলেই মাটিচাপা পড়ে মোহাম্মদ জহিরুল (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়। তাঁর বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়। এ ঘটনায় আরো পাঁচ শ্রমিক আহত হন। আহত ব্যক্তিরা হলেন আপন বড়ুয়া (২৯), স্বপন বড়ুয়া (৩১), অছির মিয়া (৫৫), জিহান (৩০) ও ছলিমুল্লা (২৮)।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীসহ স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহম্মেদ জানান, পাহাড়ধসে মাটিচাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে গুরুতর দুজনকে চট্টগ্রামে পাঠানো হয়েছে। হতাহত ব্যক্তিরা সবাই সড়ক নির্মাণকাজের শ্রমিক।
এদিকে, ঘটনার পরই তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য কাজী মুজিবর রহমান, পৌরসভার মেয়র মোহাম্মদ জাবেদ রেজা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কুদ্দুছসহ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিরা।