পুলিশ ফাঁড়ির বাথরুমে কনস্টেবলের মরদেহ
খুলনার রূপসা উপজেলায় একটি পুলিশ ফাঁড়ির বাথরুম থেকে গলায় কাপড় পেঁচানো অবস্থায় ফেরদৌস হোসেন (২৭) নামে এক পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
গতকাল শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের শিয়ালী পুলিশ ক্যাম্প থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ফেরদৌস হোসেন যশোর সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, কনস্টেবল ফেরদৌস হোসেন রূপসা উপজেলা ঘাটভোগের শিয়ালী পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। শুক্রবার সন্ধ্যা থেকে ক্যাম্পে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির একপর্যায়ে রাতে ক্যাম্পের বাথরুমের ভেতর সিলিংয়ের সঙ্গে গলায় কাপড় পেঁচিয়ে ফাঁস নেওয়া অবস্থায় তাকে পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, খুলনার রূপসা থানার শিয়ালী ক্যাম্পে পুলিশ কনস্টেবল ফেরদৌস হোসেন বাথরুমে গলায় কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে রাতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা