চট্টগ্রামে পাহাড়ে ধসের পর উচ্ছেদ অভিযান
চট্টগ্রাম নগরীর আমিনজুট মিল এলাকায় পাহাড়ে অবৈধভাবে গড়ে উঠা বসতঘর আজ সোমবার উচ্ছেদ করে জেলা প্রশাসন।
চান্দগাঁও থানার ভূমি কর্মকর্তা আফজাল হোসেন জানান, পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের উচ্ছেদ করা হচ্ছে। উচ্ছেদ করা পরিবারগুলোকে স্থানীয় স্কুল ও মাদ্রাসায় অস্থায়ী ক্যাম্প তৈরি করে রাখা হবে। উচ্ছেদ অভিযান চলমান থাকবে।
এদিকে আমিন জুট মিল এলাকায় পাহাড় ধসে তিন শিশুর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হওয়া দুজনকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম ঝলক রায় তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গতকাল রোববার রাতে নগরীর মুরাদপুর এলাকা থেকে বাড়ির মালিক সাহাবউদ্দিন ও তাঁর ভাই জানে আলমকে আটক করে বায়েজিদ থানা পুলিশ। এ ঘটনায় পুলিশ চারজনকে আসামি করে হত্যা মামলা করে।
এ ছাড়া নগরীর লালখান বাজার এলাকায় দেয়াল ধসে তিনজনের মৃত্যুর ঘটনায় একটি মামলা করেছে খুলশি থানা পুলিশ।
চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী নজরুল ইসলাম জানান, বায়েজিদ থানার হত্যা মামলায় আটক সাহাবউদ্দিন ও জানে আলমের জামিন না মঞ্জুর করে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ঈদের দিন সকাল থেকে একটানা বৃষ্টিতে নগরীতে পাহাড় ধস ও দেয়াল ধসের ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে। এ সময় আমিন জুটমিল এলাকায় পাহাড়ের পাদদেশে দুটি কাঁচা ঘরের ওপর মাটি ধসে মারা যায় একই পরিবারের তিন শিশু। একই সময় লালখান বাজার এলাকায় মা ও শিশুসহ তিনজনের প্রাণহানি ঘটে।