সৈয়দ আশরাফের ‘চেতনা’কে বিএনপির সাধুবাদ
জনপ্রশাসনকে দলীয়করণমুক্ত করা প্রসঙ্গে মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্য ও চেতনার প্রতি সাধুবাদ জানিয়েছে বিএনপি। এ প্রসঙ্গে তাঁর যে আকাঙ্ক্ষা সেটাই প্রত্যাশিত বলে মনে করে দলটি।
আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন। তিনি বলেন, এখন দেশের মানুষ এর বাস্তবায়ন দেখতে চায়।
বিএনপির এই নেতা সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্য সম্পর্কে বলেন, ‘প্রশাসনকে দলবাজ হিসেবে উনি দেখতে চান না, দলীয়করণ করতে চান না। স্পিরিট ইজ অ্যাবসোলিউটলি গুড। স্পিরিট অবশ্যই খুব ভালো। এইটাই হচ্ছে প্রত্যাশিত, এইটাই হচ্ছে কাম্য। সৈয়দ আশরাফুল ইসলাম সাহেব যে বক্তব্য রেখেছেন আমাদের দলের তরফ থেকে তাঁর এই স্পিরিটকে, তাঁর চেতনাকে, তাঁর আকাঙ্ক্ষাকে, তাঁর ভাবনাকে আমরা সাধুবাদ জানাই।’
গত ৬ বছর যেসব দক্ষ ও যোগ্য কর্মকর্তাকে শুধু সন্দেহবশত ওএসডি (বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা) করে রাখা হয়েছে তাঁদের দ্রুত পদায়নের মাধ্যমে সৈয়দ আশরাফের বক্তব্যের যথার্থতা প্রমাণ করার আহ্বান জানান রিপন।
বিরাজনীতিকরণের অপচেষ্টার অংশ হিসেবে সরকার বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের সভাপতি রাজীব আহসানকে মিথ্যা অভিযোগ দিয়ে গ্রেপ্তার করেছে বলেও এ সময় অভিযোগ করেন রিপন। একই সঙ্গে হবিগঞ্জ পৌর মেয়র জি কে গউসের ওপর কারাগারে হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় দেশের কারাগারগুলোতে বিরোধী দলের নেতা-কর্মীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।