তিনাপ সাইতারে ছবি তুলতে গিয়ে ভেসে গেল দুজন
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/09/04/photo-1504538869.jpg)
বান্দরবানের রুমা উপজেলার তিনাপ সাইতারে (ঝরনা) ছবি তুলতে গিয়ে প্রচণ্ড পানির স্রোতে ভেসে গিয়ে দুই পর্যটক নিখোঁজ হয়েছে। আজ সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।
নিখোঁজ দুজন হলেন বরিশালের শহিদুল আলম ফয়সাল ও কক্সবাজারের চকরিয়ার ইফজাতুল করীম।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নে অবস্থিত দেশের অন্যতম সেরা ও সুন্দর ঝরনা তিনাপ। স্থানীয় ও পর্যটকদের কাছে এটি তিনাপ সাইতার নামে পরিচিত। সাতজনের একটি পর্যটক দল আজ বিকেলে সেখানে যায়। এ সময় অপরূপ তিনাপ সাইতারের ছবি তুলতে গিয়ে পা পিছলে পড়ে গিয়ে পানির স্রোতে ভেসে যান পর্যটক শহিদুল আলম ফয়সাল ও ইফজাতুল করীম। সফরসঙ্গীরা স্থানীয়দের নিয়ে অনেক খোঁজ করেও তাঁদের সন্ধান পায়নি। খবর পেয়ে ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে পুলিশ ও সেনাবাহিনীর দল।
পর্যটকদলের প্রধান সমন্বয়ক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র নূর হোসেন বলেন, রুমা উপজেলা সদর থেকে বিকেলে তাঁরা সাতজন তিনাপ সাইতার দেখতে যান। ঝরনার পানিতে নামার পর দুজন পা পিছলে স্রোতের পানিতে ভেসে গিয়ে নিখোঁজ রয়েছেন। এখনো তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম জানান, সাতজন পর্যটক পাইন্দু ইউনিয়নের তিনাপ ঝরনা দেখতে গিয়ে দুজন পানির স্রোতে ভেসে গেছে। এখনো তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। দুর্গম অঞ্চল হওয়ায় রাতে উদ্ধার তৎপরতা চালানো যাচ্ছে না। সকালে ঘটনাস্থলসহ আশপাশে নিখোঁজদের খোঁজে অভিযান চালানো হবে।