কুড়িগ্রামে রেলস্টেশনে বিদ্যুৎ, পানি ও টয়লেটের দাবিতে মানববন্ধন
কুড়িগ্রামের পাঁচপীর রেলস্টেশনসহ সাতটি রেলওয়ে স্টেশনে বিদ্যুৎ, পানি ও টয়লেটের ব্যবস্থাসহ যাত্রীসেবার মান বাড়ানোর দাবিতে মানববন্ধন হয়েছে।
আজ বুধবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করে।
মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনটির প্রধান সমন্বয়ক নাহিদ হাসান নলেজ, আবদুস ছোবহান জুয়েল, প্রভাষক আবদুল কাদের, শাহীন চৌধুরী, ছামিউল ইসলাম, প্রভাষক জাকির হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, দেশব্যাপী রেলযাত্রার উন্নয়ন ও সেবার মান বৃদ্ধি পেলেও কুড়িগ্রামের রেলস্টেশনগুলোতে উন্নয়ন হয়নি। দ্রুত রেলওয়ে স্টেশনগুলোতে বিদ্যুৎ, পানি ও টয়লেটের ব্যবস্থা করে জেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি স্টেশনগুলোকে আধুনিকায়ন করার দাবি জানান বক্তারা।