বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/07/22/photo-1437569072.jpg)
পুরান ঢাকার লালবাগে বন্ধুর সাথে বেড়াতে গিয়ে এক স্কুলপড়ুয়া ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ বলছে, আজ বুধবার ভোরে কিশোরীটিকে শহীদনগর এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
ডাক্তারি পরীক্ষার জন্য কিশোরীটিকে আজ বিকেল সাড়ে ৪টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের কর্মকর্তা মোজাম্মেল হক এনটিভি অনলাইনকে বলেন, লালবাগ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) কৃষ্ণ কুমার নির্যাতিতাকে হাসপাতালে ভর্তি করিয়েছেন।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান এনটিভি অনলাইনকে বলেন, ছাত্রীর গ্রামের বাড়ি বরিশালের মুলাদীতে। সে পরিবারের সাথে রাজধানীর দারুস সালাম এলাকায় থাকে। মিরপুরের একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রী সে। গতকাল মঙ্গলবার বিকেলে কেরানীগঞ্জের সোয়ারিঘাটে সে তার ফুফুর বাড়িতে বেড়াতে যায়।
পরে কিশোরীটি তার বন্ধু মিজানের সাথে লালবাগের শহীদনগর এলাকায় বেড়াতে যায়। রাতে সেখানে তিন বখাটে ওই স্কুলছাত্রীকে জোর করে ধরে এক নির্মাণাধীন পাঁচতলা ভবনে নিয়ে ধর্ষণ করে। ভোর ৫টার দিকে পুলিশ তাকে উদ্ধার করে।
এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। তবে মামলা দায়ের প্রক্রিয়াধীন, বলেছেন ওসি।