নৌকা থেকে পড়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় শীতলক্ষ্যা নদীতে নৌকা থেকে পড়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম ফয়সাল (১৯)। তিনি কাপাসিয়া উপজেলার রাওনাট গ্রামের মালয়েশিয়া প্রবাসী আইয়ুব মোল্লার ছেলে।
কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার আজিজুর রহমান পেরা জানান, গত মঙ্গলবার বিকেলে কাপাসিয়ার রাওনাট এলাকা থেকে ২৫-৩০ জন বন্ধুর সঙ্গে ইঞ্জিনচালিত নৌকায় চড়ে ফয়সাল শীতলক্ষ্যা নদীতে বেড়াতে যান। কালীগঞ্জ এলাকায় গিয়ে নৌকায় আনন্দ করার সময় হঠাৎ নদীতে পড়ে নিখোঁজ হন তিনি। খবর পেয়ে ঢাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধ্যায় আসে। তখন নদীতে তল্লাশি চালিয়ে প্রবল স্রোতের কারণে তাঁর কোনো সন্ধান পায়নি।
আজ দুপুরের দিকে কালীগঞ্জ উপজেলার সোমবাজার এলাকায় নদীতে ফয়সালের লাশ ভেসে উঠে। এলাকাবাসীর কাছ থেকে লাশ ভেসে ওঠার খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পরে ফয়সালের স্বজনরা লাশ শনাক্ত করে। বিকেলে কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে স্বজনরা লাশ বুঝে নেয়।