মেঘনা নদীতে গোসলে নেমে প্রাণ গেল কলেজছাত্রের
মুন্সীগঞ্জের সীমান্তবর্তী নারায়ণগঞ্জের চরকিশোরগঞ্জের মেঘনা নদীতে গোসলে নেমে নিখোঁজের আড়াই ঘণ্টা পর মো. ইমাম হোসেন নয়ন (২৫) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে চরকিশোরগঞ্জ ফেরিঘাট সংলগ্ন এলাকার নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত নয়ন নারায়ণগঞ্জের ফতুল্লার জাকির হোসেনের ছেলে ও নারায়ণগঞ্জ কলেজের শিক্ষার্থী।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মুন্সীগঞ্জের উপ-সহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম জানান, নারায়ণগঞ্জের ৮ বন্ধু চরকিশোরগঞ্জ এলাকায় ঘুরতে আসে। ঘুরাঘুরির এক পর্যায়ে তারা পানিতে নামলে স্রোতে ডুবে যায় নয়ন। পরে নয়নের বন্ধুরা ৯৯৯এ কল দিলে বেলা ৩টার দিকে খবর পেয়ে উদ্ধার অভিযানে নামি। পরে ঢাকা থেকে ডুবুরি দল এসে আড়াই ঘণ্টার চেষ্টায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ