মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ
মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহার ও পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় নেতাকর্মীরা। আজ বুধবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ডাকবাংলা মোড় থেকে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মমিন আলী এবং কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শরফত আলী সপুর নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল বের হয়। এ সময় নেতাকর্মীরা ‘বিএনপি মহাসচিব ঘোষিত মনোনয়ন মানি না’, ‘টাকা না, জনতা’সহ বিভিন্ন স্লোগান দেন।
মিছিলটি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ছনবাড়ি আন্ডারপাস হয়ে পুনরায় ডাকবাংলা সড়কে ফিরে এসে সমাবেশে রূপ নেয়। সেখানে বক্তব্য দেন মমিন আলী, শরফত আলী সপুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আরও পড়ুন : অ্যাটর্নি জেনারেল পদ ছেড়ে নির্বাচনের ঘোষণা আসাদুজ্জামানের
বক্তারা জানান, ঘোষিত মনোনয়ন এখনও চূড়ান্ত হয়নি। দীর্ঘদিন ধরে ৩১ দফা আন্দোলনের প্রচারসহ ধারাবাহিক রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে গিয়ে হামলা ও মামলার শিকার হয়েছেন আসনের ত্যাগী নেতাকর্মীরা। তাদের প্রত্যাশা অনুযায়ী যোগ্য প্রার্থী মনোনীত না হওয়ায় ক্ষোভ থেকে তারা বিক্ষোভে নেমেছেন। চূড়ান্ত মনোনয়ন দেওয়ার আগে খসড়া তালিকা পুনর্বিবেচনা এবং ত্যাগী নেতাদের যথাযথ মূল্যায়নের দাবি জানান তারা।
এ সময় রাষ্ট্র মেরামতের ৩১ দফার লিফলেটও বিতরণ করা হয়।

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ