১৭১ মোটরসাইকেল আটক, ৩৩৮ মামলা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/07/23/photo-1437642637.jpg)
ঝিনাইদহের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রেজিস্ট্রেশনবিহীন ১৭১টি মোটরসাইকেল আটক করে পুলিশ। ছবি : এনটিভি
ঝিনাইদহে রেজিস্ট্রেশনবিহীন ১৭১টি মোটরসাইকেল আটক করেছে পুলিশ। একই সঙ্গে ৩৩৮ জনের বিরুদ্ধে মামলাও করা হয়েছে।
গতকাল বুধবার থেকে শুরু হওয়া অভিযানে মোটরসাইকেলগুলো আটক করা হয়।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বুধবার সকাল থেকে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে ফের অভিযান শুরু হয়। তিনি বলেন, দুই দিনে জেলা শহরের পোস্ট অফিস মোড়, থানার গেট, বাস টার্মিনালসহ বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেলগুলো আটক করা হয়। এ জেলার ছয়টি থানা এলাকায় একযোগে অভিযানটি পরিচালিত হচ্ছে।