রোহিঙ্গাদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে : আইজিপি
রোহিঙ্গারা যাতে দেশের ভেতরে ছড়িয়ে পড়তে না পারে, সে জন্য চেকপোস্ট, বাসে তল্লাশি ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।
আজ শনিবার বিকেলে গাজীপুরের কাপাসিয়ায় টোক নয়নপুর এলাকায় পুলিশ তদন্ত কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের এ কথা জানান আইজিপি।
পুলিশপ্রধান আরো বলেন, উখিয়ায় পায় দুই হাজার একর জমি আছে। সেখানে তাদের জন্য ক্যাম্প করা হবে। সিদ্ধান্ত হয়েছে সেখানে তারা থাকবে। সেখান থেকে তারা বাইরে যেতে পারবে না। তাদের ডাটাবেইস করা হবে, পরিচয়পত্র দেওয়া হবে। এসব করা হলে তারা সব ধরনের সুযোগ-সুবিধা পাবে।
শহীদুল হক আরো বলেন, রোহিঙ্গারা যাতে ওই এলাকা থেকে অন্যত্র যেতে না পারে, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব নিয়েছে। শরণার্থী হিসেবে যেসব রোহিঙ্গা বাংলাদেশে এসেছে, তাদের খাবার ও বাসস্থানের ব্যবস্থা করছে সরকার। এ জন্য তাদের পরিচয়পত্র দেওয়া হচ্ছে।
আইজিপি বলেন, ‘আমরা জনগণের কাছে আহ্বান জানিয়েছি, তাদের যেন কেউ বাসাবাড়িতে ভাড়া না দেয়, আশ্রয় না দেয়। তারপরও যদি তাদের কোথাও পাওয়া যায়, তবে তাদের পুনরায় উখিয়া শরণার্থী ক্যাম্পে নেওয়া হবে।’
মহাপরিদর্শক বলেন, হঠাৎ করে এতগুলো মানুষ একসঙ্গে থাকলে সামাজিক সমস্যা তো হতেই পারে। তবে তাদের মাধ্যমে যাতে অপরাধ সংঘটিত না হয়, সে জন্য তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। গোয়েন্দা সংস্থা কাজ করবে।
এ সময় পুলিশপ্রধানের সঙ্গে গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সিমিন হোসেন রিমি, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হারুন অর রশীদ, ঢাকা রেঞ্জের ডিআইজ শফিকুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নাসির আহমেদ, গাজীপুর