সোনারগাঁয়ে ৩ মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি মো. আসাদুল ইসলাম আসাদ। ছবি : এনটিভি
নারায়ণগঞ্জের সোনারগাঁর তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি মো. আসাদুল ইসলাম আসাদকে যৌথ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে থানা ও গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বৃহস্পতিবার দিনগত রাতে রাজধানীর বারিধারা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি উপজেলার বারদী ইউনিয়নের মছলন্দপুর গ্রামে।
বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হাসান খান।
ওসি রাশেদুল হাসান বলেন, আসাদ ২৭ কোটি টাকার একটি চেক ডিজঅনার মামলাসহ তিনটি মামলার সাজাপ্রাপ্ত আসামি। সোনারগাঁ থানায় তার বিরুদ্ধে আরও তিনটি মামলা আছে।
ওসি আরও বলেন, আজ শুক্রবার বিকেলে আসাদকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠান।

কামরুল ইসলাম, নারায়ণগঞ্জ (সদর-সোনারগাঁ-বন্দর)