পদ্মা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার কলাগাছিয়া এলাকার পদ্মা নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল ১০টার দিকে শিহাব হোসেনের (২০) লাশ উদ্ধার করা হয়।
শিহাব বরিশালের আটহাজারি গ্রামের আবুল কালামের ছেলে। তিনি দক্ষিণ কমলাপুরে একটি মোটরসাইকেলের গ্যারেজে কাজ করতেন।
স্থানীয়দের বরাত দিয়ে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান,শিহাব ঈদের ছুটিতে হরিরামপুরের খালপাড় বয়রা গ্রামে তাঁর বন্ধু আলীমের বাড়িতে বেড়াতে যান। আলীম ওই গ্রামের আতাহারের ছেলে। গতকাল শুক্রবার দুপুরে তাঁরা পদ্মা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করেও তাঁদের পাওয়া যায়নি।
ওসি বলেন, আজ সকালে এক যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে শিহাব হোসেনের লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।