বগুড়ায় মিছিল থেকে ১২ যুবদলকর্মী আটক
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/09/23/photo-1506158069.jpg)
বগুড়ায় বিএনপির ডাকা অর্ধদিবস হরতালের সমর্থনে বের করা মিছিল থেকে যুবদলের ১২ কর্মীকে আটক করেছে পুলিশ।
আজ শনিবার সকালে বগুড়া শহরের পিটিআই মোড় থেকে ওই ১২ জনকে আটক করা হয়। তাঁদের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামকে বিস্ফোরক দ্রব্য ও নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁকে জামিন না দেওয়ার প্রতিবাদে আজ সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরে হরতালের ডাক দেয় সংগঠনটির নেতাকর্মীরা।
হরতাল সমর্থনে সকালে শহর যুবদলের সভাপতি মাসুদুর রহমান মাসুদের নেতৃত্বে শহরের ইয়াকুবিয়া মোড়ে একটি মিছিল বের করা হয়। মিছিল শহরের পিটিআই মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় সেখান থেকে যুবদলের ১২ কর্মীকে আটক করে পুলিশ। সেখান থেকে তাঁদের সদর থানায় নিয়ে যাওয়া হয়।
বিএনপির ডাকা অর্ধদিবস হরতালে সড়ক ও মহাসড়কে যান চলাচল স্বাভাবিকের চেয়ে কিছুটা কম ছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ।