শাপলা তুলতে গিয়ে চাচা-ভাতিজির মৃত্যু
রাজশাহীর মোহনপুরে শাপলা ফুল তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে মমিনুল ইসলাম (১০) ও তার ভাতিজি খাদিজা আক্তার (৮) মারা গেছে। আজ শনিবার সকাল সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহতদের বাড়ি মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার বকুইল গ্রামে। মমিনুল ওই এলাকার মৃত নায়েব উল্লাহর ছেলে এবং খাদিজা আনোয়ারুল ইসলামের মেয়ে।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হামিদ বলেন, সকালে ডিঙিনৌকা নিয়ে মমিনুল, খাদিজা এবং স্থানীয় নজরুল ইসলামের মেয়ে নাছিমা (৬) আক্তার ও উজ্জ্বল হোসেনের ছেলে নবীউল ইসলাম (১১) শাপলা ফুল তুলতে যায়। বিলের মধ্যে নৌকা উল্টে গেলে তারা পানিতে পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা দুই জনকে উদ্ধার করতে পারলেও মমিনুল ও খাদিজা পানিতে তলিয়ে যায়। পরে পানি থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।
পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে এবং উদ্ধার হওয়া দুজন বর্তমানে সুস্থ আছে বলে জানিয়েছেন মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

শ. ম সাজু, রাজশাহী