ঝালকাঠিতে ডাকাতের হামলায় আহত ৪
ঝালকাঠির কাঁঠালিয়ায় এক মুক্তিযোদ্ধার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাতে ডাকাতদের আঘাতে চারজন আহত হয়েছেন। ডাকাতরা টাকা, ল্যাপটপসহ মূল্যবান জিনিস নিয়ে গেছে বলে পরিবারটি দাবি করেছে। পুলিশ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনিরুল গিয়াস বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মুনিরুল জানান, কাঁঠালিয়ার দক্ষিণ চেঁচরি গ্রামে গভীর রাতে মুক্তিযোদ্ধা আবদুল মান্নানের বাড়ির দরজা ভেঙে ১০-১২ জনের একদল ডাকাত ভেতরে প্রবেশ করে। এ সময় বাধা দিলে তাদের অস্ত্রের আঘাতে আহত হন মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, তাঁর স্ত্রী মানছুরা বেগম, ছেলে মজিবুর রহমান ও মেয়ে কমলা আক্তার।
ডাকাতরা বাড়ি থেকে ৪০ হাজার টাকা ও একটি ল্যাপটপসহ দেড়লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় মানছুরা বেগম ও মজিবুর রহমানকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।