পাবনায় ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/07/29/photo-1438137745.jpg)
পাবনা সদর উপজেলার হেমায়েতপুর এলাকায় পূর্ববিরোধের জের ধরে ছুরিকাঘাতে সোহেল রানা (২৫) নামের আহত এক যুবক রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে মারা গেছেন। নিহত সোহেল হেমায়েতপুর গ্রামের মৃত আবদুস সাত্তারের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোহেল গাজীপুরে চাকরি করতেন। সেখানে একটি মারধরের ঘটনা নিয়ে মামাতো ভাইদের সঙ্গে সোহেলের পূর্ববিরোধ ছিল। ঈদের ছুটিতে পাবনায় গ্রামের বাড়িতে আসার পর সেই বিরোধের জের ধরে ২২ জুলাই রাত ১০টার দিকে হেমায়েতপুর বাছেরের তেমাথায় সোহেলকে ছুরিকাঘাতে আহত করে তাঁর মামাতো ভাইসহ অন্যরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে ভর্তি করা হয় পাবনা জেনারেল হাসপাতালে। অবস্থার অবনতি হওয়ায় ওই দিন রাতেই তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ১১টার দিকে মারা যান সোহেল।