মিয়ানমার থেকে অবৈধভাবে আনা ৬৭টি গরু আটক
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/10/15/photo-1508030814.jpg)
মিয়ানমার থেকে অবৈধভাবে পাচারের সময় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ফুলতলী সীমান্তে ৬৭টি গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল শনিবার সন্ধ্যায় আটক গরুগুলো নাইক্ষ্যংছড়ি ৩১ বিজিবি ব্যাটেলিয়ানে আনা হয়েছে।
বিজিবি ও স্থানীয়রা জানায়, নাইক্ষ্যংছড়ির ফুলতলী সীমান্ত দিয়ে কাটাতারের বেড়া পেরিয়ে সংঘবদ্ধ একটি চোরাকারবারি চক্র মিয়ানমার থেকে গরুগুলো রাতে অবৈধভাবে বাংলাদেশে নিয়ে আসে। চোরাইপথে আনা মিয়ানমারের গরুগুলো চোরাকারবারী চক্রটি বালুবাসা গ্রামের চারজন কৃষকের কাছে জমা রাখে। খবর পেয়ে বিজিবি অভিযান চালিয়ে ৬৭টি গরু আটক করে নাইক্ষ্যংছড়ি বিজিবি ব্যাটেলিয়ানে নিয়ে আসে। তবে অভিযানের বিষয়টি বুঝতে পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গরুগুলো মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের। প্রাণ বাঁচাতে সীমান্ত পাড়ি দেওয়ার সময় মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি রোহিঙ্গাদের কাছ থেকে গরুগুলো ছিনিয়ে নিয়েছিল। সংঘবদ্ধ চোরাকারবারী কৌশলে সীমান্ত অতিক্রম করে মিয়ানমার থেকে গরুগুলো নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে নিয়ে আসে। এ চক্রে নাইক্ষ্যংছড়ি ও রামু উপজেলার সীমান্তবর্তী কয়েকজন জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তি জড়িত রয়েছেন।
নাইক্ষ্যংছড়ি ৩১ বিজিবি ব্যাটেলিয়ানের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আনোয়ারুল আযীম জানান, সীমান্ত পেরিয়ে অবৈধ পন্থায় চোরাকারবারীরা মিয়ানমার থেকে গরুগুলো বাংলাদেশে নিয়ে আসে। খবর পেয়ে ৬৭টি গরু আটক করা হয়েছে। চোরাকারবারী চক্রের সঙ্গে জড়িত কচ্ছপিয়া ইউনিয়নের সাবেক ইউপি মেম্বার জসিম উদ্দিনসহ কয়েকজনকে খোঁজা হচ্ছে।