নদীতে মাটিচাপা পড়ে পাথর শ্রমিকের মৃত্যু
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নদীতে গর্ত করে পাথর উত্তোলনের সময় মাটি চাপা পড়ে ফারুক ইসলাম (৩০) নামের এক পাথরশ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ বুধবার দুপুরে জেলার তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের ভারতীয় সীমান্ত এলাকা ময়নাগুড়িতে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফারুক ওই এলাকার মৃত জমির উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে ফারুক অন্য পাথরশ্রমিকদের সঙ্গে তেঁতুলিয়া উপজেলার ময়নাগুড়ি সীমান্ত সংলগ্ন করতোয়া নদীতে গভীর গর্ত করে পাথর উত্তোলন করছিলেন। পাথর উত্তোলনের জন্য নদীর গভীরে ডুব দেন ফারুক। কিন্তু পানির নিচ থেকে উঠে আসতে দেরী হলে অন্যান্য শ্রমিকদের সন্দেহ হয়। পরে কয়েকজন শ্রমিক মিলে তাঁকে পানির নিচে মাটি চাপা অবস্থায় খুঁজে পায়। দ্রুত তারা ফারুককে উদ্ধার করে পানির ওপরে নিয়ে এলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার মোহাম্মদ আসাদুজ্জামান মাটি চাপাপড়ে ওই পাথর শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।