সাভারে পোশাক কারখানায় আগুন, আহত ৩০
সাভারের একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে পৌর এলাকার আইচা নোয়াদ্দা এলাকায় সুরমা গার্মেন্টসে এই ঘটনা ঘটে। এতে আহত হয়েছে কমপক্ষে ৩০ জন। এদের মধ্যে ১২ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা দেড়টার দিকে তৈরি পোশাক কারখানাটির প্রিন্টিং সেকশনের একটি ষ্টোর থেকে আগুনের সূত্রপাত ঘটে।
প্রচণ্ড ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় কারখানা। এ সময় প্রাণরক্ষার্থে শ্রমিকরা ছুটোছুটি করে বের হতে গিয়ে পদপিষ্ট হন অনেকে।
এ ছাড়া ধোঁয়ায় শ্বাসকষ্ট নিয়ে সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জনকে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সাভার ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার নুরুল ইসলাম। তিনি জানান, ঘটনার খবর পেয়ে দ্রুত দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক হিসেবে অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ আনুমানিক ৪০ লাখ টাকা বলেও জানান তিনি।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক আশরাফউল্লাহ চৌধুরী জানান, ভর্তি রোগীরা আশঙ্কামুক্ত। তাদের অধিকাংশই শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছেন।