পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত
পঞ্চগড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় মাসুদ হায়দার সেতু (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে জেলার সদর উপজেলার পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের সাড়ে নয়মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুদ হায়দার পঞ্চগড় জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সোনালী ব্যাংক কর্মকর্তা সফিউল ইসলামের ছেলে। তাঁর বাড়ি জেলার সদর উপজেলার অমরখানা ইউনিয়নের ঠুটাপাখুরি এলাকায়।
পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, রাত পৌনে ১২টার দিকে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের সাড়ে নয়মাইল এলাকায় রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন সেতুকে মোটরসাইকেলসহ উদ্ধার করে। পরে তাঁকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. শাহাজাদা মিয়া মৃত ঘোষণা করেন।

সাজ্জাদুর রহমান সাজ্জাদ, পঞ্চগড়