৪৪ বছর পর অন্ধকার পুরীতে আলোর ঝলকানি
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/08/01/photo-1438428856.jpg)
স্বাধীনতার ৪৪ বছর পর আলোর ঝলকানিতে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে পাবনার সুজানগর উপজেলার চিনাগ্রামে। আজ শনিবার এই গ্রামের সুবিধাবঞ্চিত মানুষদের বিদ্যুতায়নের আওতায় আনা হয়। পল্লী বিদ্যুতায়নের উদ্বোধন করেন পাবনা-২ আসনের সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু।
বিদ্যুতায়ন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দুলাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম বাচ্চু মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পল্লী বিদ্যুৎ সমিতি পাবনা ২-এর উপমহাব্যবস্থাপক (ডিজিএম) এম এ জলিল মিয়া, এজিএম রেজাউল করিম খান, প্রকৌশলী হায়দার আলী, বোর্ড সচিব বজলুর রহমান, পরিচালক নজরুল ইসলাম বাদশা, আবদুল মালেক মাস্টার, নজরুল ইসলাম চুন্নু প্রমুখ।
প্রধান অতিথি খন্দকার আরজু বলেন, স্বাধীনতার ৪৪ বছর পর অন্ধকার পল্লীতে বিদ্যুতের আলোর ঝলকানিতে গ্রামবাসীর মধ্যে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতিরই অংশ হিসেবে আজকের এই বিদ্যুতায়ন।