চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় যুবকের মৃত্যুদণ্ড
চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় শরিফুল ইসলাম (৩০) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত শরিফুল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলী ইউনিয়নের চর কোদালকাটি গ্রামের বাসিন্দা।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১২ সালের ২৯ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে ৯ বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) পোলাডাঙ্গা বিওপির একটি টহলদল আলাতুলী ইউনিয়নের কোদালকাটি কবরস্থান এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দুজন পালিয়ে যাওয়ার সময় শরিফুলকে কাছে থাকা ব্যাগ থেকে ৩৭টি প্যাকেটে ৩ কেজি ৭০০ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়। মামলার সাক্ষ্য প্রমাণাদি শেষে আসামির উপস্থিতিতে বিচারক এ দণ্ডাদেশ দেন। মামলার অপর আসামি জামাল উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে বেকসুর খালাস দেওয়া হয়।

শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ