অটোরিকশা বন্ধের প্রতিবাদে সিলেটে অবস্থান কর্মসূচি
মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধের প্রতিবাদে সিলেটে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন। আজ রোববার সকাল সাড়ে ৯টায় সিলেট-ঢাকা মহাসড়কের তেতলী ও সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের তেমুখীতে অবস্থান নেন অটোরিকশা শ্রমিকরা। এ সময় একটি সংক্ষিপ্ত সমাবেশ হয়।
সমাবেশে জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাকারিয়া দুপুর ১টার মধ্যে সন্তোষজনক সিদ্ধান্ত না এলে সবাইকে রাস্তায় শুয়ে পড়ার আহ্বান জানান। এর আগে তিনি মহাসড়কগুলোতে সিএনজি অটোরিকশার পৃথক লেন নির্মাণের দাবি জানিয়ে বলেন, ‘সরকার হঠাৎ করে হঠকারী এ সিদ্ধান্ত নিয়েছে। মহাসড়কে দুর্ঘটনারোধে সবাইকে নিয়ে পর্যালোচনা করে পরিকল্পিতভাবে কার্যকর একটি পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন ছিল। মহাসড়কে সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ হয়ে পড়লে শ্রমিক-মালিক যেমন না খেয়ে থাকবে, তেমনি মারাত্মক ভোগান্তিতে পড়বে সাধারণ মানুষ।’
গত ঈদুল ফিতরের আগে ও পরে সড়ক দুর্ঘটনায় অসংখ্য মানুষের প্রাণহানির ঘটনায় ২৩ জুলাই সচিবালয়ে এক পর্যালোচনা সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধের ঘোষণা দেন। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে ২৭ জুলাই এ-সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি করা হয়। গতকাল শনিবার থেকে মন্ত্রীর ঘোষণাটি কার্যকর হয়।