তাবলিগ জামাতের লোক পরিচয় দিয়ে ডাকাতি!
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/08/02/photo-1438536219.jpg)
খুলনা মহানগরীর জিন্নাপাড়া এলাকার এক চাল ব্যবসায়ীর বাড়িতে আজ রোববার তাবলিগ জামাতের লোক পরিচয় দিয়ে ডাকাতি করেছে দুর্বৃত্তরা। ডাকাতরা বাড়ির এক বৃদ্ধাকে বেঁধে দুই লাখ ২৬ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও ডাকাতির বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করেছে।
স্থানীয় লোকজন জানান, আজ বেলা সাড়ে ১১টার দিকে কয়েকজন ব্যক্তি তাবলিগ জামাতের লোক পরিচয় দিয়ে জিন্নাপাড়া মোক্তার হোসেন বাঁধসংলগ্ন চাল ব্যবসায়ী রুবেল শেখের বাড়িতে প্রবেশ করে। এ সময় রুবেলের স্ত্রী ছাদে কাজ করছিলেন। ডাকাতরা রুবেলের বৃদ্ধা মাকে কথা-বার্তার ফাঁকে বেঁধে ফেলে এবং চাবি নিয়ে আলমারির ড্রয়ারে থাকা দুই লাখ ২৬ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
পাশের বাড়ির বাসিন্দা ও ৩১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন মুক্তা বলেন, বাড়িতে কোনো পুরুষ লোক না থাকায় ডাকাতরা কৌশলে বৃদ্ধাকে বেঁধে এবং গুলি করার ভয় দেখিয়ে টাকা নিয়ে পালিয়ে যায়। বিষয়টি জানাজানি হওয়ার আগেই তারা চলে যাওয়ায় শনাক্ত করা যায়নি।
এদিকে, খবর পেয়ে নগরের লবণচরা থানার উপপরিদর্শক (এসআই) কাজী বাবুল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে ডাকাতির বিষয়ে সন্দেহ প্রকাশ করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরদার মোশাররফ হোসেন বলেন, দিনের বেলা এভাবে ডাকাতি হওয়া সম্ভব না। বিষয়টি অনেকটা কাল্পনিক বলে মনে হচ্ছে।