চাটমোহর উপজেলার চেয়ারম্যান হীরা কারাগারে
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/08/03/photo-1438611302.jpg)
বিস্ফোরক মামলায় পাবনার চাটমোহর উপজেলা পরিষদের সাময়িক বরখাস্ত হওয়া চেয়ারম্যান জেলা বিএনপির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক হাসাদুল ইসলাম হীরাকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।
আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে হাসাদুল ইসলাম হীরা পাবনা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে জজ মো. ওবায়দুস সোবহান আলম জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে আরেকটি মামলায় উপজেলা চেয়ারম্যান পদ থেকে হাসাদুল ইসলাম হীরাকে সাময়িক বরখাস্ত করা হয়। হাইকোর্ট তাঁর বরখাস্তের আদেশ ছয় মাসের জন্য স্থগিত করলেও আইনি জটিলতার কারণে এখনো তিনি দায়িত্ব পাননি। এরই মধ্যে বিস্ফোরক মামলায় পুলিশ তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে চাটমোহর পৌর শহরের বাসস্ট্যান্ড, বালিকা উচ্চ বিদ্যালয় গেট, ডিগ্রি কলেজ গেট ও অর্পণ সিনেমা হল এলাকায় পরপর চারটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
বিস্ফোরণে বাসস্ট্যান্ড এলাকায় উপজেলার বেজপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে স্বপন আহত হন। এতে গোটা শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে উপজেলা যুবদলের আহ্বায়ক সেলিম রেজা, ছাত্রদলের সাধারণ সম্পাদক ফারুক হোসেনসহ সাতজনকে আটক করে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিস্ফোরক উপাদানাবলী সংশোধনী ২০০২ -এর ৪ (৫) ধারায় থানায় একটি মামলা হয়। পুলিশ প্রায় তিন মাস পর চাটমোহর উপজেলার চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরাসহ ২২ জনের বিরুদ্ধে ২৮ এপ্রিল অভিযোগপত্র দাখিল করে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানান, নাশকতার উদ্দেশেই ওই বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়েছিল।