পাবনার বিশিষ্ট শিক্ষাবিদ মুহাম্মদ নূরুন্নবীর জানাজা শুক্রবার

আগামী ৭ আগস্ট শুক্রবার জুমার নামাজের পর পাবনার বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মুহাম্মদ নূরুন্নবীর জানাজা পাবনা টাউন হলের বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল মুক্তমঞ্চে হবে। এর আগে বেলা ২টায় একই স্থানে তাঁর দীর্ঘদিনের সহককর্মী ও সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ রাখা হবে।
গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় পাবনার বিশিষ্ট এই শিক্ষাবিদ হৃদরোগে আক্রান্ত হয়ে পাবনা জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেন। তাঁর মরদেহ রাজশাহী মেডিকেল কলেজের হিমঘরে রাখা হয়েছে।
অধ্যাপক নুরুন্নবী পাবনা বইমেলা উদযাপন পরিষদের সভাপতি, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, পাবনা জেলা শাখার সভাপতি, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি ছিলেন। এ ছাড়া পাবনার বিভিন্ন সামাজিক -সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন। সুবক্তা হিসেবে তাঁর সুখ্যাতি ছিল। তিনি ছিলেন পাবনার সর্বস্তরের মানুষের অত্যন্ত প্রিয় ও শ্রদ্ধাভাজন। জেলার শিক্ষা বিস্তারে সদালাপী মানুষটির ছিল ঐকান্তিক ভূমিকা। মুক্ত চিন্তার এবং সদা হাস্যোজ্জ্বল এই মানুষের মৃত্যুর খবরে শহরজুড়ে নেমে আসে শোকের ছায়া।
পরিবার সূত্রে জানা গেছে, মুহাম্মদ নূরন্নবীর মেজ ছেলে হিল্লোল স্ত্রীসহ বেলজিয়াম থেকে রওনা হয়েছেন। তিনি আসার পর শুক্রবার লাশ দাফন করা হবে।